শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সিআর আবরার বলেছেন, একটি সুস্থ প্রকাশনা সংস্থা যেকোনো রাষ্ট্রে জ্ঞানভিত্তিক সমাজ গঠন করে। আমরা কুয়েট থেকে শুরু করে সব সমস্যা সমাধানের চেষ্টা করছি। তিনি বলেন, কপিরাইট একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বৃহস্পতিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব বই ও কপিরাইট দিবসে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
তিনি বলেন, আমার ফেসবুক নেই। তবে এটা ঠিক এ যুগে ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ। এখন অনলাইন লাইব্রেরি আছে, এগুলোতে আরো ভালো করে দেখতে হবে। আমাদের সবাইকে প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবতে হবে।
উপদেষ্টা বলেন, বইয়ের প্রসার ও ব্যাপ্তি ঘটাতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ গড়ার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, সমাজে অনেক অস্থিরতা বিরাজ করছে। এই যে এতো আন্দোলন কেনো? কারণ ১৫ বছরে মানুষের যে চাওয়া-পাওয়া তা বলার সুযোগ ছিলো না। নূন্যতম দাবির কথা বললে রাষ্ট্র তাদের ওপর ঝাপিয়ে পড়তো। তাই মানুষ মনে করছে এখন দাবির কথা বলার সুযোগ।
উপদেষ্টা বলেন, আমরা ১৯৭২ খ্রিষ্টাব্দের পরে সব পাঠ্যবই বাংলায় করার কথা ছিলো কিন্তু তা কি আমরা করতে পেরেছি? দ্বিতীয়ত, ভাষাগত সংখ্যালঘুরা যেনো মাতৃভাষায় পড়াশোনা করতে পারেন সে ব্যবস্থা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, আমাদের আজকালকার শিক্ষার্থীরা ই-বুকে (অনলাইন) বেশি অভ্যস্ত। তারা ছাপা বইয়ের চেয়ে ই-বুক পড়তে বেশি পছন্দ করেন। তবে আমি মনে করি ছাপা বইয়ের চাহিদা কখেনো ফুরাবে না।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।