ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

শুক্রবার সকালে শিশু মাহিন তার দাদুর সাথে খিরশীন বাজারে যায়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছীর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

#স্কুল #শিক্ষার্থী

নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী উপজেলার ঘোষনগর ইউনিয়নের চক খান্দই গ্রামের সানোয়ারের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশু মাহিন তার দাদুর সাথে খিরশীন বাজারে যায়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-বদলগাছী সড়কের বদলগাছীর দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পড়ে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথা ফেটে মগজ ছিটকে বের হয়ে যায় তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুল দৈনিক আমাদের বার্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট করেন। এ ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় তাদের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

#স্কুল #শিক্ষার্থী