তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
রোববার (২০ এপ্রিল) বিকেল থেকে তোষক-বালিশ নিয়ে এই কর্মসূচি শুরু করেন তিনি।
ওই শিক্ষার্থীর দাবি তিনটি হলো - ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা, অস্থায়ী দুটি আবাসিক হল (বানী ভবন ও হাবীবুর রহমান হল নির্মাণ) এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী সপ্তাহের মধ্যে শুরু করতে হবে।
এর আগে, এই তিন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এরপর দীর্ঘদিন পার হলেও এখনো দ্বিতীয় ক্যাম্পাসের দৃশ্যমান কাজ শুরু হয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি দফতরের লাল ফিতার দৌরাত্ম্যে আটকে আছে কাজের অগ্রগতি।
এ বিষয়ে অবস্থানরত লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শের আলী বলেন, ‘কোনো আশ্বাস নয়, দৃশ্যমান উন্নয়ন ছাড়া আমি অবস্থান থেকে উঠবো না।’