আইনে স্নাতক সম্পন্ন করলেন অভিনেত্রী কেয়া পায়েল | বিশ্ববিদ্যালয় নিউজ

আইনে স্নাতক সম্পন্ন করলেন অভিনেত্রী কেয়া পায়েল

কেয়া পায়েল বলেন, 'আমার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের সঙ্গে পড়াশোনার ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমার প্রিয় শিক্ষক এবং সহপাঠীদের থেকে পাওয়া সহযোগিতা ছিল অমূল্য।'

#শিক্ষাপ্রতিষ্ঠান #শিক্ষা

আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এ স্নাতক সম্পন্ন করেছেন তিনি। গতকাল বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি ডিগ্রি গ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে তিনি স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন। অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এ বিষয়ে কেয়া পায়েল বলেন, সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ। আমার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের সঙ্গে পড়াশোনার ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমার প্রিয় শিক্ষক এবং সহপাঠীদের থেকে পাওয়া সহযোগিতা ছিল অমূল্য।

#শিক্ষাপ্রতিষ্ঠান #শিক্ষা