বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইউনুস আলী সিদ্দিকীর সই করা এক চিঠিতে আগামী ১৫ মে’র মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের পরিচালনা কমিটি গঠন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। অন্যথায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের এই নির্দেশনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। পূর্বে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনে অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগ পাওয়া যেত।
আরো পড়ুন:
শিক্ষকদের বদলির জন্য ঘুষ দাবি: সতর্ক করলো অধিদপ্তর
কলেজের অ্যাডহক কমিটিতে ডাক্তার-ইঞ্জিনিয়ার দেয়ার নির্দেশ
এই নতুন সময়সীমা বেঁধে দেওয়ায় প্রতিষ্ঠানগুলো দ্রুত কমিটি গঠনে তৎপর হবে বলে আশা করা যাচ্ছে। চিঠিতে কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমালা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, কমিটিতে যোগ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিত করা যায়।
বরিশাল শিক্ষা বোর্ডের এই পদক্ষেপ অন্যান্য শিক্ষা বোর্ডগুলোকেও কমিটি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এখন দেখার বিষয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান তাদের কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।