কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষায় প্রথম স্বাধীন | ভর্তি নিউজ

কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষায় প্রথম স্বাধীন

দেশের কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

#বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী

দেশের কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকায় উর্ত্তীণ হয়েছেন ৩৮৬৩ জন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এবার কৃষিগুচ্ছভুক্ত জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন এম আর স্বাধীন। তিনি পেয়েছেন পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৪.২৫। জিপিএ নম্বরসহ পেয়েছেন ১২৯.৭৭।

জানা গেছে, এম আর স্বাধীন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র।

কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১২ এপ্রিল।

গুচ্ছপদ্ধতিতে এবার মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করছেন ৯৪ হাজার ২০ শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন ২৪ জনেরও বেশি শিক্ষার্থী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এবং ১৩টি উপকেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

#বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী