১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখক নিতে পারবেন। এ জন্য রোববারের (২০ এপ্রিল) মধ্যে আবেদন করতে হবে।
গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার হলে শ্রুতিলেখক নির্ধারণের জন্য তাদেরকে স্ব-স্ব পরীক্ষাকেন্দ্র নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে। আগামীকাল রোববারের (২০ এপ্রিল) মধ্যে আবেদন করতে হবে তাদের।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জন্য শ্রুতিলেখক নির্ধারণ করা হবে। কোনো ক্রমেই শিক্ষার্থী নিজে শ্রুতিলেখক নির্ধারণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যদি কোনো শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে আবেদন দাখিল না করে, তাহলে তাকে শ্রুতিলেখক ছাড়াই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির (২০২৪-২৫) সচিব ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. কাইউম খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তিনটি ইউনিটের জন্য আলাদা আলাদা তারিখ ঘোষণা করা হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ইউনিট ‘এ’ এর প্রবেশপত্র আগামী ৭ মে থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া ইউনিট ‘বি’ ৩০ এপ্রিল এবং ইউনিট ‘সি’ এর প্রবেশপত্র ডাউন করা যাবে ২৩ এপ্রিল। প্রতিটি ইউনিটের নির্ধারিত তারিখে দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।