ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমুহের ‘সি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এই ইউনিটে এ কেন্দ্রে অংশ নিচ্ছে ১ হাজার ৩১০ জন পরীক্ষার্থী।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১১টায় পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রায় দেড় ঘন্টা আগেই প্রবেশ করানো হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যে রয়েছেন আনসার, পুলিশ, র্যাব, ট্রাফিক এবং জেলা রেজিস্ট্রেট। এ ছাড়া ক্যাম্পাসের পকেটগেট গুলোতে পুলিশ পাহারায় রয়েছে।
ভর্তিচ্ছুদের সহযোগিতায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের হেল্প ডেস্ক, ভ্রাম্যমাণ আদালত, রোভার স্কাউট ও বিএনসিসি।
বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, পরীক্ষার্থীরা মোটামুটি সুন্দরভাবে কেন্দ্রে প্রবেশ করেছে।
কোথাও কোনো সমস্যা হয়নি। আমরা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রতিটি স্থানে নিরাপত্তা প্রহরীরা নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করি কোনো সমস্যা হবে না।