গুচ্ছে ভর্তি পরীক্ষা: ইবি কেন্দ্রে পরীক্ষার্থীদের সেবায় ছাত্র সংগঠগুলো সক্রিয় | বিশ্ববিদ্যালয় নিউজ

গুচ্ছে ভর্তি পরীক্ষা: ইবি কেন্দ্রে পরীক্ষার্থীদের সেবায় ছাত্র সংগঠগুলো সক্রিয়

সরজমিনে দেখা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) 'সি' ইউনিটের পরীক্ষা চলাকালীন সকাল থেকে শৃঙ্খলা রক্ষা ও দিক নির্দেশনার কাজে রয়েছে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা।

#ইবি #বিশ্ববিদ্যালয় #ভর্তি #পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে সম্মিলিত গুচ্ছভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বিড়ম্বনামুক্ত রাখতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলো।

সরজমিনে দেখা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) 'সি' ইউনিটের পরীক্ষা চলাকালীন সকাল থেকে শৃঙ্খলা রক্ষা ও দিক নির্দেশনার কাজে রয়েছে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা।

এছাড়া ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়া সহায়তা বুথ স্থাপন করেছেন। এ বুথ থেকে তারা খাবার পানি, ফার্স্ট এইড, মেডিসিন, দিকনির্দেশনা, শিক্ষা উপকরণসহ আগত ভর্তিচ্ছুদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর এমন উদ্যোগের প্রশংসা করছেন আগত শিক্ষার্থী ও অভিভাবকরা। ভর্তি পরীক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, আমি এই ক্যাম্পাসে এসে একটু চিন্তায় পড়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যথাসাধ্য সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, যারা বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে এসেছে আমরা তাদের জন্য হেল্প ডেক্স রেখেছি। আমরা ফুল, কলম, পানি, ওর স্যালাইন, নাপা, গ্যাস্ট্রিকের ওষুধসহ বিভিন্ন কিছু রেখেছি। যারা দূর-দূরান্ত থেকে এসেছে তাদের জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ছাত্রদলের নেতারা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।

#ইবি #বিশ্ববিদ্যালয় #ভর্তি #পরীক্ষা