মধ্যরাতের ব্রিফিং থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ঘোষণা উপদেষ্টার | বিবিধ নিউজ

মধ্যরাতের ব্রিফিং থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ঘোষণা উপদেষ্টার

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, 'সাম্প্রতিক সময়ে বড় ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ছোটখাটো অপরাধ কিছুটা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার।'

#পুলিশ #আদালত #অন্তর্বর্তীকালীন সরকার

সম্প্রতি রাজধানীতে সংঘটিত বিভিন্ন অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর বিজয় সরণিতে প্রেস ব্রিফিং করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, 'সাম্প্রতিক সময়ে বড় ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে, তবে ছোটখাটো অপরাধ কিছুটা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।'

সাম্প্রতিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সামরিক বাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

ছিনতাই ও ছোট অপরাধের ব্যাপারে উপদেষ্টা আরো বলেন, 'সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ ছোটখাটো অপরাধ কিছুটা বেড়েছে। তবে এরই মধ্যে বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আমরা বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেছি। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সহায়তায় ব্লক রেইড ও নজরদারি চালানো হচ্ছে।'

জামিনে মুক্ত হয়ে আসা অপরাধীদের বিষয়ে তিনি বলেন, আগে যারা অপরাধের সঙ্গে জড়িত ছিল, তারা এখনও তাদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে রেখেছে এবং প্রয়োজনে আবারও গ্রেফতার করা হবে।

এসময় তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জননিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন করেন তারা।

#পুলিশ #আদালত #অন্তর্বর্তীকালীন সরকার