শিবিরের প্রকাশনা উৎসবে বাধার অভিযোগ, শেকৃবি প্রশাসন বলছে রিকোয়েস্ট | বিশ্ববিদ্যালয় নিউজ

শিবিরের প্রকাশনা উৎসবে বাধার অভিযোগ, শেকৃবি প্রশাসন বলছে রিকোয়েস্ট

জানা গেছে, পূর্বঘোষিত ১৯-২০ ফেব্রুয়ারি এ দুইদিনের অনুষ্ঠানে প্রথম দিন শেষ হওয়ার পর দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা না করে স্টলগুলো তুলে দিতে বলে প্রশাসন। অন্যথায়, স্টলগুলো তারা তুলে ফেলা হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাংলাদেশ ছাত্র শিবির শেকৃবি শাখার উদ্যোগে আয়োজিত প্রকাশনা উৎসবে বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। তবে প্রশাসন বলছে, বাধা নয় তাদের রিকোয়েস্ট করা হয়েছে।

বুধবার প্রকাশনা উৎসবের শুরুর দিনেই এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, পূর্বঘোষিত ১৯-২০ ফেব্রুয়ারি এ দুইদিনের অনুষ্ঠানে প্রথম দিন শেষ হওয়ার পর দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা না করে স্টলগুলো তুলে দিতে বলে প্রশাসন। অন্যথায়, স্টলগুলো তারা তুলে ফেলা হবে। বুধবার বিকেলে প্রকাশনা উৎসবস্থলে এসে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা।

জানতে চাইলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, বাধা না, আমরা তাদের রিকোয়েস্ট করেছি যেনো তারা অনুষ্ঠানটি ছোট করে। সম্ভব হলে আজকে রাতের মধ্যে শেষ করতে। দেশের পরিস্থিতি বিবেচনায় এবং ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতির বিষয় চিন্তা করে এমনটা বলা হয়েছে। তারা না শুনলে আমাদের আপাতত কিছু করার নেই তবে পরবর্তী এ বিষয়ে তাদের সঙ্গে প্রশাসন বসে কথা বলবে।

প্রশাসন এ আয়োজনের অনুমতি না দিলেও আয়োজনের সময় কোনো বাধা দেয়নি। এক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া বুঝে তারা দেখবেন বলে জানান। তবে, উৎসবের প্রথম দিন শেষ হওয়ার পর স্টলগুলো তুলে দেয়ার জন্য বলা হয়।

শেকৃবি ছাত্র শিবিরের সভাপতি আবুল হাসান জানান, আমরা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য একটি প্রকাশনা উৎসব করেছি। যা আমরা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করেছি এবং প্রশাসনের মৌন সম্মতিতে করেছি। ২১ ফেব্রুয়ারি আয়োজন বিবেচনায় রেখে আমরা অনুষ্ঠানটি শহীদ মিনারের পাশে থেকে সরে টিএসসির সামনে আনি। পাশাপাশি রাত ৮টার মধ্যে সব কার্যক্রম শেষসহ স্থানটি আগের মতো পরিচ্ছন্ন করে রাখারও কথা দিয়েছি