জাতীয় বিশ্ববিদ্যালয়ে (এনইউ) রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া হয়েছে উপাচার্যের দপ্তরের পরিচালক এবং সচিব মো. আমিনুল আক্তারকে। গত ১৬ এপ্রিল উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছান স্বাক্ষরিত অফিস আদেশে আমিনুল আক্তারকে এ দায়িত্ব দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের ছুটিকালীন সময়ে ভাইস চ্যান্সেলর মহোদয়ের দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার-এর দায়িত্ব পালন করবেন।
মো. আমিনুল আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।