ঢাকা ইমপিরিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা | কলেজ নিউজ

ঢাকা ইমপিরিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উপাচার্য বলেন, ইউনিসেফ ও ব্রিটিশ এডুকেশন বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে।

ঢাকা ইমপিরিয়াল কলেজে ২১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগর খেলার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

এ সময় উপাচার্য বলেন, ইউনিসেফ ও ব্রিটিশ এডুকেশন বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে।

তিনি ঢাকা ইমপিরিয়াল কলেজকে প্রফেশনাল কোর্স চালুর আহ্বান জানান, একই সঙ্গে ইভিনিং কোর্স চালু ওপর জোর দেন উপাচার্য। এ ছাড়াও তিনি বলেন, আগামীতে অধ্যক্ষ সম্মেলন করার চিন্তা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ঢাকা ইমপিরিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক, কলেজ গভর্নিং বডির সভাপতি ড.এস. এম হাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিদ্যোৎসাহী সদস্য ড. মোহাম্মদ নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ অধ্যক্ষ আরিফ আহমদ। এ ছাড়াও শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।