ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল | স্কুল নিউজ

ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল

‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- নাইমুর রহমান, নাজমুস সাকিব, রবিউল আউয়াল অন্তর প্রমুখ।

#ধর্ষণ #স্কুল #কলেজ

ধর্ষণের ফলে আট বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর পরেও ধারাবাহিকভাবে সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছেন ছাত্র-জনতা।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষকদের বিরুদ্ধে লাঠি মিছিলটি বের হয়। মিছিলটি শহরের মূল মূল রাস্তা ঘুরে ফের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর মানববন্ধন ও ধর্ষণবিরোধী সভা অনুষ্ঠিত হয়।

‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- নাইমুর রহমান, নাজমুস সাকিব, রবিউল আউয়াল অন্তর প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নারীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে প্রশাসনকে মাঠ পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

কলাপাড়ায় হঠাৎ করে ধর্ষণ, নারী উত্ত্যক্ত, খুন, ডাকাতি চুরি বেড়ে যাওয়ায় প্রশাসনকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর হওয়ার দাবি জানানো হয় সভা থেকে।

#ধর্ষণ #স্কুল #কলেজ