চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন   | বিশ্ববিদ্যালয় নিউজ

চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন

আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিসম্পর্কিত ওয়েবসাইটে ju–admission.org প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #ভর্তি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন চলছে। গত ২ জানুয়ারি শুরু হওয়া এ ভর্তির আবেদন চলবে ২১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিসম্পর্কিত ওয়েবসাইটে ju–admission.org প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ইউনিট অনুসারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কবে, জেনে নিন সব তথ্য

আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে (শুক্র ও শনিবার ব্যতীত) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরে ওয়েবসাইট ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’, ‘সি’, ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৭০০, ‘ই’ ইউনিটের ৬০০ এবং ‘সি-১’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’ ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

#জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় #ভর্তি