আস-সালাম মডেল গার্লস কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি | চাকরির খবর নিউজ

আস-সালাম মডেল গার্লস কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

ইতো পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবদেন করার প্রয়োজন নেই।

#চাকরির-খবর #কলেজ

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার অন্তর্গত শেখের কিল্লায় অবস্থিত আস-সালাম মডেল গার্লস কলেজের বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানটিতে প্রভাষক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২ জন ও সমাজকর্মে ২ জন নিয়োগ দেয়া হবে। (সর্বপদে নারী প্রার্থী অগ্রাধিকার পাবেন)

উপর্যুক্ত পদ সমূহে চাকুরীর শর্তসমূহ, বেতন, ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রার্থীর যোগ্যতা অনুসারে নির্ধারিত হবে।

যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, ৩ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারিত্রিক সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং জনতা ব্যাংক চর আলেকজান্ডার শাখার অনুকূলে ১ ও ২ নং ক্রমিকের প্রার্থীদের ৫০০ টাকার এবং ৩,৪,৫,৬ নং ক্রমি করে প্রার্থীদের ২০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে অর্ডার সহ (অফেরতযোগ্য) সভাপতি, আস-সালাম মডেল গার্লস কলেজ, রামগতি, লক্ষ্মীপুর বরাবর আবেদন পৌঁছানোর অনুরোধ করা হল। ইতো পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবদেন করার প্রয়োজন নেই।

মােবাইল: 01820530227 (সভাপতি)

আস-সালাম মডেল গার্লস কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

#চাকরির-খবর #কলেজ