কুয়েটে হা*মলা: পাল্টা অভিযোগ এনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েটে হা*মলা: পাল্টা অভিযোগ এনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে ছাত্রদল বলেছে, কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর নৃশংস হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি।

#কুয়েট #ঢাকা #ঢাকা বিশ্ববিদ্যালয় #ছাত্রদল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর গুপ্ত সংগঠনের কর্মীরা হামলা করেছে এমন পাল্টা অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ঢাবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার পর টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ঢাবি শাখা ছাত্রদল ছাড়াও ঢাকা কলেজ এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যোগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়ে ছাত্রদল বলেছে, কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের অভিযোগ এনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর নৃশংস হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আপনারা জানেন দুইদিন আগে কুয়েটে একটি গুপ্ত সংগঠন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল বের করে। সেখানে আমাদের ছাত্রদলের ভাইয়েরা পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ওপর বিনা কারণে হামলা করে তাদের আহত করে। যারা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করতে চায়, তারাই ক্যাম্পাসগুলোতে নামে-বেনামে বিভিন্ন সংগঠনের দোকান খুলে বসেছে।

তিনি বলেন, সারা দেশে বিশেষ করে ক্যাম্পাসগুলোতে একটি গুপ্ত সংগঠন আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। তারা বলে আমরা নাকি ডাকসু চাই না, অথচ আমাদের দাবিগুলোতে ডাকসু দেয়ার প্রস্তাবনা রয়েছে। আমরা সে অনুযায়ী সামনে এগিয়ে যাচ্ছি। এখনো ক্যাম্পাসে গুপ্ত সংগঠনটি একের পর এক মব ক্রিয়েট করে যাচ্ছে। তারা নিজেদের খুব মেধাবী মনে করে। এই মুর্খের দল জানেই না এই বিদ্যাপিঠের শিক্ষার্থীরা মবের ফাঁদে পা দেবে না৷ শিক্ষার্থীরা বুঝে গেছে, মব ক্রিয়েট করে গুপ্তচর্চার রাজনীতি করা সম্ভব না।

#কুয়েট #ঢাকা #ঢাকা বিশ্ববিদ্যালয় #ছাত্রদল