ধ*র্ষণের প্রতিবাদে বদরুন্নেসা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ | কলেজ নিউজ

ধ*র্ষণের প্রতিবাদে বদরুন্নেসা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

`ঢাকাসহ পুরো বাংলাদেশের কোথাও নির্বিঘ্নে যাতায়াত করা যাচ্ছে না। জানমালের কোনো নিরাপত্তা নেই। মনে হচ্ছে, এই বুঝি ছিনতাই করে নিল সবকিছু। অবিলম্বে প্রত্যেক নারী ও ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'

#কলেজ #শিক্ষার্থী

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে চানখার পুল এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় জনগণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দেশের মানুষের নিরাপত্তা, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হবে।

তারা বলেন, ঢাকাসহ পুরো বাংলাদেশের কোথাও নির্বিঘ্নে যাতায়াত করা যাচ্ছে না। জানমালের কোনো নিরাপত্তা নেই। মনে হচ্ছে, এই বুঝি ছিনতাই করে নিল সবকিছু। অবিলম্বে প্রত্যেক নারী ও ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ও দাবি তাদের।

#কলেজ #শিক্ষার্থী