নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে বাকের-জাহিদ | বিবিধ নিউজ

নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে বাকের-জাহিদ

কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে জাহিদ আহসানের নাম ঘোষণা দেয়া হয়েছে।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #সমন্বয়ক

সমন্বয়কদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে জাহিদ আহসানের নাম ঘোষণা দেয়া হয়েছে।

এছাড়া মূখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের ও সদস্যসচিব মহির আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করে।

আয়োজকেরা জানান, গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন আনার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ সেশনের আবু বাকের মজুমদার, সমন্বয়ক আব্দুল কাদেরসহ আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী।

তারা ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্য সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্বতন্ত্র নতুন সংগঠন গড়ার ঘোষণা দিয়েছিলেন।

বৈষম্যবিরোধীদের আন্দোলনের এই অংশ যখন নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছেন, তখন আরেকটি অংশ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠন করার কাজ প্রায় গুছিয়ে এনেছেন।

আগামী শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সামনের সারিতে থাকা অন্যতম সমন্বয়ক সারজিস আলম, যিনি এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক।

এ দলে যোগ দিতে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া নাহিদ ইসলাম মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বে ছিলেন। সপ্তাহ খানেকের বেশি সময় ধরে আলোচনা রয়েছে তিনি নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হতে যাচ্ছেন।

#বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #সমন্বয়ক