বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর-এ স্থায়ীপদে কয়েকটি শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও সংখ্যা:
ক.
১. সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা (বাংলা ভার্সন)-পদার্থবিজ্ঞান-১জন, বিজ্ঞান-১ জন, ইংরেজি-১জন, চারু ও কারুকলা-১জন, আইসিটি-১জন, বাংলাদেশ ও বিশ্বপরিচয়-১জন, বাংলা-১জন।
২. সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা (ইংরেজি ভার্সন)- বাংলা-১জন, ইংরেজি-১জন, বিজ্ঞান-১জন, গণিত-১জন, সামাজিক বিজ্ঞান- ১জন, শারীরিক শিক্ষা-১জন, আইসিটি-১জন, ইসলাম শিক্ষা-১জন, চারু ও কারুকলা-১জন।
৩. সহকারী শিক্ষক প্রাথমিক শাখা (ইংরেজি ভার্সন)- সাধারণ-৫ (সকল পদ এমপিও বহির্ভূত)
খ.
১. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১, কম্পিউটার অপারেটর-১জন (সকল পদ এমপিও বহির্ভূত)
গ.
২. আয়া- ২জন, পরিচ্ছন্নতা কর্মী (মহিলা)-১ জন (সকল পদ এমপিও বহির্ভূত)
আবেদনের শেষ সময়: ১২ মে ও লিখিত পরীক্ষা ৩১ মে। ওয়েবসাইট : www.bafss.edu.bd
বিস্তারিত নিচে দেখুন-