নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি (একাংশ) মো. আবুল কাসেমকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল কাসেম, প্রধান শিক্ষক, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলপুর, ময়মনসিংহ ও প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি ও তার একান্ত প্রিয়ভাজন হালুয়াঘাট উপজেলার প্রধান শিক্ষক আশিক মাহমুদ খানের সহযোগিতায় প্রথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী কমিটি থেকে ১৫ কোটি টাকা ঘুষ দাবি করেন।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আবুল কাসেমের বিরুদ্ধে নানা দুর্নীতির কথা উল্লেখ করা হয়।
‘অসদাচরণ ও দুর্নীতি’র দায়ে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) (ঘ) বিধি অনুযায়ী ‘বেতন গ্রেডের নিম্নতম ধাপে অবনমিতকরণ’ এর তারিখ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো বলেও এতে বলা হয়।