‘নিষিদ্ধ ছাত্রলীগ যেন ক্যাম্পাসে ফিরতে না পারে’ | বিবিধ নিউজ

‘নিষিদ্ধ ছাত্রলীগ যেন ক্যাম্পাসে ফিরতে না পারে’

ক্যাম্পাস লেখাপড়া করার জায়গা। এখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই।

১২ দলীয় জোট শরিক লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল ইসলাম বলেছেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ যেন আর ফিরতে না পারে, এ ব্যাপারে ছাত্রসমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এ ক্যাম্পাস লেখাপড়া করার জায়গা। এখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মিশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শরিফুল ইসলাম বলেন, অজপাড়া গ্রাম থেকে উঠে এসে এক বুক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একজন শিক্ষার্থী। ছেলে পড়াশোনা করে পরিবারের হাল ধরবে, এ আশায় দরিদ্র বাবা অনেক কষ্ট করে তার ছেলেকে বিশ্ববিদ্যালয় পাঠায়। সেই ছেলেটি যখন লাশ হয়ে বাড়ি ফেরে, তখন বাবার কাঁধে সন্তানের লাশের চেয়ে ভারি আর কিছু হতে পারে না। এভাবে বিভিন্ন ক্যাম্পাস থেকে লাশ হয়ে ফিরেছে আবরার ফাহাদসহ অসংখ্য মেধাবী শিক্ষার্থী।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ গত ১৬ বছরে একক আধিপত্য বিস্তার করে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের জিম্মি করে রেখেছিল। এখানে কোনো সাধারণ ছাত্র হলে সিট পেতো না। আমরা আর এই ক্যাম্পাসে রক্তপাত চাই না। আমরা চাই, শিক্ষার সুষ্ঠু পরিবেশ।

ছাত্রমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জালাল আহমেদ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।