বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আলহাজ মকবুল হোসেন কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব উদযাপন করা হযয়েছে। গতকাল বুধবার কলেজ ক্যাম্পাস এ উৎসব অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহিদা বেগম উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি আসাদুজ্জামান আকন্দ, স্টাফ কাউন্সিল, শিক্ষক এবং আয়োজক কমিটির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যরা নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
কলেজের ১১টি বিভাগ বিভিন্ন নামে বাহারি রকমের পিঠা নিয়ে স্টল দেন। এতে কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিরা স্টলগুলো পরিদর্শনসহ বিভিন্ন রকমের পিঠার স্বাদ গ্রহণ করেন।
বসন্তবরণ ও পিঠা উৎসবকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী চলা এই বসন্তবরণ ও পিঠা উৎসব বিকেলে শেষ হয়।