এবার দাখিলে বাংলা ও গণিত পরীক্ষা পেছালো, নতুন রুটিন প্রকাশ | পরীক্ষা নিউজ

এবার দাখিলে বাংলা ও গণিত পরীক্ষা পেছালো, নতুন রুটিন প্রকাশ

নতুন সূচিতে এ পরীক্ষা ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

#পরীক্ষা

এবার দাখিলের বাংলা প্রথমপত্র ও উচ্চতর গণিত পরীক্ষা পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচিতে এ পরীক্ষা ২১ এপ্রিল বাংলা প্রথমপত্র ও ১৫ মে উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৬ থেকে ২০ মে-এর মধ্যে শেষ করতে হবে।

গতকাল মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ড নতুন এ সময়সূচি প্রকাশ করেছে।

এর আগে ১৩ এপ্রিলের আরবি প্রথমপত্র পরীক্ষা পিছিয়ে ১৩ মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিলো।

পরে ইস্টার সানডের ছুটির দিনে এসএসসির গণিত পরীক্ষা থাকায় নানা বিতর্ক শুরু হয়। পরে গণিত পরীক্ষা একদিন পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় এবার পেছালো দাখিলের বাংলা ১মপত্র পরীক্ষা।

জানা গেছে, এবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসছেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন আর ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা ৯০৬৩টি।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১৮ হাজার ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এছাড়াও এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি।

সভায় জানানো আরো জানানো হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন, ছাত্রী ৩৪ হাজার ৯২৮জন।

এবার দাখিলে বাংলা ও গণিত পরীক্ষা পেছালো, নতুন রুটিন প্রকাশ

এবার দাখিলে বাংলা ও গণিত পরীক্ষা পেছালো, নতুন রুটিন প্রকাশ

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

#পরীক্ষা