বেরোবিতে অনুষ্ঠিত হলো শহিদ আবু সাঈদ বইমেলা | বিশ্ববিদ্যালয় নিউজ

বেরোবিতে অনুষ্ঠিত হলো শহিদ আবু সাঈদ বইমেলা

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। এই বইমেলার মাধ্যমেই উত্তরাঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে ফুটে উঠবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মেলার আয়োজনকে স্বাগত জানিয়েছেন এবং অভিমত প্রকাশ করেছেন যে, এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশকে আরো সমৃদ্ধ করবে।

#বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়ে গেল শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৫।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ বইমেলা শুরু হয়ে চলে শনিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত।

অনুষ্ঠানে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. শওকাত আলী বলেন, শহিদ আবু সাঈদের এই বইমেলা বাংলাদেশমুখী সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা করবে। এই বইমেলার মাধ্যমেই উত্তরাঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি গোটা জাতির সামনে ফুটে উঠবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মেলার আয়োজনকে স্বাগত জানিয়েছেন এবং অভিমত প্রকাশ করেছেন যে, এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশকে আরো সমৃদ্ধ করবে।

মেলায় সর্বমোট ৪০টি স্টল অংশগ্রহণ করে। এতে ১৮টি প্রকাশনী এবং বিশ্ববিদ্যালয়ের ১৭টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের বই ও কার্যক্রম প্রদর্শন করে। প্রতিটি স্টলে প্রদর্শন করা হয় জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের বিভিন্ন ছবি।

মেলায় লেখক-পাঠক আড্ডা, বিভিন্ন প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, বুক রিভিউসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

মেলা রোজ বেলা আড়াইটা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে।

#বিশ্ববিদ্যালয়