শিক্ষাবোর্ড চেয়ারম্যান অবরুদ্ধের ঘটনায় বিআরইউ'র তীব্র নিন্দা | বিবিধ নিউজ

শিক্ষাবোর্ড চেয়ারম্যান অবরুদ্ধের ঘটনায় বিআরইউ'র তীব্র নিন্দা

রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে ওই হুমকি ও অবরুদ্ধ করার ঘটনা ঘটিয়েছে নানা কর্মকাণ্ডে বির্তকিত বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের অনুসারী মহানগর ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী।

#চট্টগ্রাম শিক্ষা বোর্ড

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকী'র অফিস কক্ষে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে অসদাচরণের ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এছাড়া ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত হওয়া সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় নিন্দা জানিয়ে ঘটে যাওয়া ঘটনার যথাযথ তদন্ত ও বিচারের দাবি করছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে ওই হুমকি ও অবরুদ্ধ করার ঘটনা ঘটিয়েছে নানা কর্মকাণ্ডে বির্তকিত বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের অনুসারী মহানগর ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী। যে কারণে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিআরইউ মনে করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনকে উত্তপ্ত করবে। যা শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের অভিসন্ধি মাত্র। তাই যেকোনো ভাবেই এ ধরনের উগ্র-উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দায়িত্বশীল বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের কঠোর হস্তক্ষেপে দমন করবে বলে বিআরইউ মনে করে। একই সঙ্গে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের উচ্ছৃঙ্খল কার্যকলাপ ও আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নগরীর সচেতন নাগরিকদের প্রতি প্রতিবাদ জানানোর উদাত্ত আহবান জানিয়েছেন বিআরইউ'র সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাঈদুল্লাহ সহ সদস্যরা।

বিআরইউ নেতারা বরিশালে এ ধরনের ঘৃণ্য কার্যকলাপের প্রতিবাদে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানানোর পাশাপাশি ভবিষ্যতে বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বা তার অনুসারী কর্তৃক পেশাগত দায়িত্ব পালনে কর্মরত সাংবাদিকদের হয়রানীর শিকার না হয়। সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন।

#চট্টগ্রাম শিক্ষা বোর্ড