ভর্তি পরীক্ষায় বুয়েটে তৃতীয় হওয়া তামিম কুয়েটে হয়েছিলেন প্রথম | বিশ্ববিদ্যালয় নিউজ

ভর্তি পরীক্ষায় বুয়েটে তৃতীয় হওয়া তামিম কুয়েটে হয়েছিলেন প্রথম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া এস. এ. এম তামিম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন।

#বিশ্ববিদ্যালয় #বুয়েট #শিক্ষার্থী #ভর্তি #পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া এস. এ. এম তামিম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন।

খুলনা সরকারি এম. এম. সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তামিম।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় বুয়েটের ওয়েবসাইটে।

বুয়েটের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১০ মার্চ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। মূল ভর্তি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা বুয়েট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে মেধাতালিকা ও পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিভাগ বণ্টনও প্রকাশ করা হয়েছে।’

এবারের চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৪৬৭ জন ভর্তিচ্ছু। শতাংশের হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার হার ৯৮ দশমিক ৮৭ শতাংশ। গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম শিফটে এবং দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দ্বিতীয় শিফটে বুয়েট ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিগত কয়েক বছরের তুলনায় এবার ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ভালো ছিল। তাদের ভাষ্য, ‘রেকর্ডসংখ্যক’ পরীক্ষার্থী এবার মূল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।

এর আগে বাছাইকৃত সব সঠিক আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী গত ২৩ জানুয়ারি তিন শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের প্রথম থেকে ২৫০০তম পর্যন্ত তিন শিফটে (মডিউল-এ ও মডিউল-বি) মোট ৭ হাজার ৫৫২ জন শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। যার মধ্যে প্রথম শিফটে ২ হাজার ৫২০ জন, দ্বিতীয় শিফটে ২ হাজার ৫১২ ও তৃতীয় শিফটে ২ হাজার ৫২০ জন নির্বাচিত হন।

#বিশ্ববিদ্যালয় #বুয়েট #শিক্ষার্থী #ভর্তি #পরীক্ষা