বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে প্রাক্-নির্বাচনী পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। তিন শিফটের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুয়েটের ওয়েবসাইটে প্রাক্-নির্বাচনী পরীক্ষার শিফট ও শিক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
*শিফট–১ (রোল 40001-48071 পর্যন্ত) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত।
*শিফট–২ (রোল 60001-68070 পর্যন্ত) দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত।
*শিফট–৩ (রোল 70001-78070 পর্যন্ত): বিকেল ৩: ৩০ টা থেকে বিকাল ৪:৩০ টা পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত।
এর আগে গত ২৪ ডিসেম্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ২০৫ জন। বুয়েটে ভর্তিতে গত ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়। ১৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে আবেদন। এবার প্রাথমিক আবেদন ফি ছিল ৫০০ টাকা।
প্রাক-নির্বাচনী পরীক্ষা অংশ নিতে ফি জমা দিয়ে প্রাথমিক আবেদন করেন প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বাছাই করে ২৪ হাজার ২০৫ জনকে প্রাক-নির্বাচনী পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছেন।
বুয়েটে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
প্রাক্-নির্বাচনী পরীক্ষা: ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার
মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০২৫
মূল ভর্তি পরীক্ষা: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, (মডিউল ‘A’: গ্রুপ ‘ক’ এবং ‘খ’ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা) এবং
(মডিউল B: ‘খ’ গ্রুপ মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট।)
ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ৮ মার্চ ২০২৫।
পরীক্ষার নম্বর
গ্রুপ ‘ক’: প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন) মূল ভর্তি পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে।
গ্রুপ ‘খ’: প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের (উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন) মূল ভর্তি পরীক্ষা ২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে। এই গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তির পরীক্ষা উন্মুক্ত।
মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মোট আসনসংখ্যা
আসন ১৩০৫টি। পার্বত্য চট্টগ্রাম ও অন্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসনসংখ্যা ১৩০৯।