বুয়েট ছাত্র আবরার হত্যা: আসামিপক্ষের যুক্তি উপস্থাপন আগামীকাল | বিশ্ববিদ্যালয় নিউজ

বুয়েট ছাত্র আবরার হত্যা: আসামিপক্ষের যুক্তি উপস্থাপন আগামীকাল

২০২১ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

#বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানিতে পেপারবুক উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন আপাতত শেষ করেছে রাষ্ট্রপক্ষ।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ শুনানি গ্রহণ করেন। আসামিপক্ষের আইনজীবীদের আগামীকাল বুধবার যুক্তি উপস্থাপন শুরুর করার কথা রয়েছে।

এর আগে ওই মামলায় ২০২১ খ্রিষ্টাব্দের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র ২০২২ খ্রিষ্টাব্দের ৬ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায়, যেটি ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

ফৌজদারি কোনো মামলায় বিচারিক আদালতের রায়ে কারও মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যেটি ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। অন্যদিকে দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিরা জেল আপিল, নিয়মিত আপিল করতে পারেন। সাধারণত ডেথ রেফারেন্স ও এসব আপিলের ওপর একসঙ্গে হাইকোর্টে শুনানি হয়ে থাকে।

বিচারিক আদালতের রায়ের পর কারাগারে থাকা দণ্ডিতরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য ২০২২ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারি হাইকোর্টে ওঠে। সেদিন হাইকোর্ট আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি নিয়মিত আপিল করেন কারাগারে থাকা দণ্ডিতরা। আসামিদের এই ডেথরেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি চলছে। গত বছরের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপারবুক (মামলার বৃত্তান্ত) উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে। এরপর পেপারবুক থেকে উপস্থাপনের মাধ্যমে ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, খন্দকার বাহার রুমি, নূর মুহাম্মদ আজমী ও রাসেল আহম্মেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার জুয়েল, লাবনী আক্তার, তানভীর প্রধান ও সুমাইয়া বিনতে আজিজ শুনানিতে ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাসুদ হাসান চৌধুরী।

পেপারবুক উপস্থাপন শেষে আজ রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে, যা আপাতত শেষ করেছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। তিনি বলেন, বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরারকে ২০১১ নম্বর কক্ষে নিয়ে রাত আটটা থেকে তিনটা পর্যন্ত মারধর ও নির্যাতন করে আসামিরা। মৃতপ্রায় অবস্থায় তাঁকে ওই কক্ষ থেকে বের করে। ৪৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আটজন আসামি স্বীকারোক্তিমূলক জবাবনবন্দি এবং দুজন সাক্ষী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি আরও বলেন, আসামিদের একজনের বক্তব্য অপরজনকে সমর্থন করে। দুজন সাক্ষীর বক্তব্য ঘটনাকে সমর্থন করে। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন এবং সিসিটিভির ফুটেজ ঘটনাকে সমর্থন করে। আসামিরা যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তা সিটিটিভির ফুটেজে পরিস্কারভাবে দেখা যায়। যে কারণে বিচারিক আদালতের সাজা বহাল থাকা সমীচীন—শুনানিতে এসব যুক্তি তুলে ধরা হয়েছে। এই আইনজীবী জানান, আগামীকাল আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। এরপর রাষ্ট্রপক্ষ এর প্রত্যুত্তর দেবে।

২০১৯ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

#বুয়েট