কুয়েট উপাচার্যকে ‘লাঞ্ছিত’ করায় বুয়েট উপাচার্যের তীব্র নিন্দা | বিশ্ববিদ্যালয় নিউজ

কুয়েট উপাচার্যকে ‘লাঞ্ছিত’ করায় বুয়েট উপাচার্যের তীব্র নিন্দা

কোনো অজুহাতে একজন শিক্ষককে লাঞ্চিত করা বা শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক ঘটে যাওয়া সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং অবিলম্বে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।

#বুয়েট #কুয়েট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন বাংলাদেশ প্রকৌাশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

বৃহস্পতিবার নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো অজুহাতে একজন শিক্ষককে লাঞ্চিত করা বা শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক ঘটে যাওয়া সব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং অবিলম্বে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি।

উপাচার্য আরো বলেন, আমি আশাকরি বিবাদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সব পক্ষই আলোচনার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করবে। আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি ও তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

#বুয়েট #কুয়েট