কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে আসার পথে শিক্ষার্থী বহনকারী ‘সোহাইল’ নামের একটি ভাড়া বাস উল্টে ধান খেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
এতে ১৫ শিক্ষার্থী গুরুতর আহতসহ এক ছাত্র জ্ঞান হারিয়েছেন বলে জানা গেছে। তাকে ঢাকায় নিয়ে আনার উদ্দেশে রওনা হয়েছে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ আরো কয়েকজন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহত ও এক শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন। জ্ঞান হারানো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর। এখনো জ্ঞান না ফেরায় তাকে উন্নত চিকিৎসার কুষ্টিয়া মেডিক্যাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, সকালে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সোহাইল বাস। বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলো।
এ সময় অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়। এতে ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
পরে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিক্যালে পাঠানো হয়েছে। তবে এক শিক্ষার্থী জ্ঞান হারানোর পরে এখনো জ্ঞান ফেরেনি। তাকে ঢাকায় নেয়া হয়েছে। এদিকে দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বাস দুর্ঘটনায় প্রায় ১৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এছাড়াও কিছু শিক্ষার্থী মোটামুটি ব্যথা পেয়েছে। এদিকে সাগর নামে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিন্তু এখনো তার জ্ঞান ফেরেনি। তাকে উন্নত চিকিৎসার জন ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমি আছি এখানেই।