প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রায় ৩০ মিনিটের একটি বৈঠকে এই সিদ্ধান্তে এসেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর পোষ্য কোটা থাকছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা মেতেছেন বিজয় উল্লাসে।
উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, আমি যতসময় উপাচার্য আছি, তত সময় পোষ্য কোটা থাকবে না। পরে কি হবে, সেটা আমি বলতে পারবো না।
এর আগে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে প্রায় শতাধিক কর্মকর্তাসহ কর্মচারিরা আটকা পরে।