পিএসসির সঙ্গে আলোচনায় আগ্রহী পরীক্ষার্থীরা | বিসিএস নিউজ

পিএসসির সঙ্গে আলোচনায় আগ্রহী পরীক্ষার্থীরা

আন্দোলনকারী পরীক্ষার্থীরা জানান, এর আগে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালান এবং তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়৷ এরই প্রতিবাদ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আবারো আজকে তারা কর্মসূচি দিয়েছেন।

#পিএসসি #পরীক্ষা

বিসিএস পরীক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের হামলা ও আটকের প্রতিবাদে এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পরীক্ষার্থীরা। এ সময় তারা পিএসসির সংস্কারের দাবি জানিয়েছেন। এদিকে পিএসসির কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে পিএসসির আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। পরে একসঙ্গে জড়ো হয়ে পিএসসির সামনে এসে বিভিন্ন শ্লোগান তারা।

আন্দোলনকারী পরীক্ষার্থীরা জানান, এর আগে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালান এবং তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়৷ এরই প্রতিবাদ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আবারো আজকে তারা কর্মসূচি দিয়েছেন।

গত ৮ এপ্রিল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে একদল চাকরিপ্রার্থী পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

অপরদিকে পিএসএসি সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৬তম বিসিএসসহ চার বিসিএসের পরিকল্পনা জানিয়েছে। এ ছাড়াও ৪৬তম বিসিএসের রুটিন প্রকাশ করেছে।

#পিএসসি #পরীক্ষা