আজ ২২ ফেব্রুয়ারি বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটসের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও তার স্ত্রী লেডি ওলেভ বেডেন পাওয়েল এর যুগ্ম জন্মদিন। এ দিনটিকে বিশ্ব চিন্তা দিবস হিসেবে বিশ্বের ১৫৩টি দেশ উদযাপন করে থাকে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ঢাকা অঞ্চলও বিশেষ আড়ম্বরপূর্ণভাবে দিনটিকে বিশ্ব চিন্তা দিবস হিসেবে উদযাপন করেছে।
বিশ্ব চিন্তা দিবসে প্রধান অতিথি ছিলেন কাজী জেবুন্নেছা বেগম, জাতীয় কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ও গ্রেড-১ কর্মকর্তা (অব), জন প্রশাসন মন্ত্রনালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), সাবিনা ফেরদৌস, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েন, ঢাকা অঞ্চলের আঞ্চলিক কোষাধ্যক্ষ রাহেলা খানম, সদস্য কামরুন্নাহার ও মমতাজ আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমান আরা, আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ঢাকা অঞ্চল ও যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলা ও সাভার উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের গাইডার (শিক্ষক), হলদে পাখি (প্রাথমিক বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থী), গাইড (মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা শিক্ষার্থী), ও রেঞ্জার (কলেজের বালিকা শিক্ষার্থী) অংশগ্রহণ করে।
দিবসটি সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিজ্ঞা নবায়ন, পুরস্কার বিতরণ ও কেক কাটার মাধ্যমে বিশেষ আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হয়।