মাদকবিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবি | বিশ্ববিদ্যালয় নিউজ

মাদকবিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবি

জবি ডিবেটিং সোসাইটির হয়ে বিতর্কে অংস নেন সাদিয়া আফরোজ, মারজান আক্তার ইলমা এবং নাইম হুদা।

মাদকবিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার এ প্রতিযোগিতার আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

'মাদক কে না বলি, যুক্তি দিয়ে মুক্তি আনি' স্লোগান-কে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় 'মাদকের নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট' শিরোনামের বিতর্কে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বিরোধী দল হিসেবে ছিকো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জবি ডিবেটিং সোসাইটির হয়ে বিতর্কে অংস নেন সাদিয়া আফরোজ, মারজান আক্তার ইলমা এবং নাইম হুদা।

বিজয়ী বিতার্কিক মারজান আক্তার ইলমা বলেন, মাদকবিরোধী এই বিতর্কের মূল লক্ষ্য ছিলো মাদককে নিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করা৷ আমরা আশাকরি পক্ষে বিপক্ষের যুক্তির মাধ্যমে এবং মাদক নিয়ন্ত্রণে সবাই নিজেদের জায়গায় থেকে কাজ করলে, অবশ্যই মাদককে নির্মূল করা সম্ভব।