চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ( চবি) শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন কলা ও মানববিদ্যা অনুষদ এবং বঙ্গবন্ধু উদ্যানের নামও পরিবর্তন করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ৩ টার দিকে অনুষ্ঠিত ৫৫৯ তম এক্সট্রাঅর্ডিনারী সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্তগুলো নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
সিন্ডিকেটে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে শহিদ ফরহাদ হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়েজুন্নেসা এবং শেখ হাসিনা হলের নাম বিজয়২৪ রাখা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু উদ্যানের নাম জুলাই বিপ্লব উদ্যান আর শেখ কামাল জিমনেসিয়ামের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল হল ও অনুষদগুলোর নাম পরিবর্তন করার জন্য। শনিবার আমাদের সিন্ডিকেট সভায় এ বিষয়ে এজেন্ডা ছিল। আমরা সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি, রোববার পরিপত্র জারি হবে।