বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না- উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর এই মন্তব্যের সঙ্গে একমত ৮৬ শতাংশ মানুষ। দেশের শিক্ষাবিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া বাকি ১১ শতাংশ মানুষ উপাচার্যের এই মন্তব্যের সঙ্গে একমত নয়। এ ছাড়া বাকি ২ শতাংশ মানুষ এর পক্ষে-বিপক্ষে কোনো মত দেননি।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ৫ হাজার ৬২৮ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ হাজার ৮৬৮ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৬৪৩ জন মানুষ।
গত ১৩ এপ্রিল সকাল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইট এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না- উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর এই মন্তব্যের সঙ্গে আপনি কি একমত?
জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ঠাকুরগাঁও সরকারি কলেজে এক মতবিনিময় সভায় উপাচার্য এ কথা বলেন। সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।