১৮ হাজার সনদে নিজ হাতে সই করবেন চবি উপাচার্য | বিশ্ববিদ্যালয় নিউজ

১৮ হাজার সনদে নিজ হাতে সই করবেন চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে।

#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় এই সমাবর্তনে অংশগ্রহণ করবেন ২২ হাজার ৬০০ শিক্ষার্থী। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদে নিজ হাতে সই করছেন চবি উপাচার্য।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ হাতে সনদে সই করার ছবি প্রকাশ করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

দেখা যায়, পুরো টেবিলজুড়ে ক্রমান্বয়ে শিক্ষার্থীদের সনদ রাখা। একের পর এক সনদে স্বাক্ষর করছেন উপাচার্য। সমাবর্তন ঘিরে উপাচার্যের এমন প্রচেষ্টার প্রশংসা করছেন শিক্ষার্থীরা।

ফেসবুকে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ সমাবর্তন। সমবর্তী ২৩ হাজার। ১৮ হাজার সনদে স্বাক্ষর করতে হবে। সিল বানিয়ে দেওয়া যেতো। সেটা করিনি। সমবর্তীরা এখানে ৫-৬ বছর পড়েছেন। তারা আমাদের একাডেমিক সন্তান। আমরা চাই, কষ্ট হলেও তাদের সনদে আমাদের হাতের ছোঁয়া থাক। সেজন্য স্বল্প সময়ে স্বাক্ষর করার জন্য এ পদ্ধতিতে কাজ করছি।

প্রসঙ্গত, আগামী ১৪ মে হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় এবং বিশেষ এই সমাবর্তন। উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তনে প্রধান উপদেষ্টাকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে তিনি বক্তব্য প্রদান করবেন।

#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী