সড়ক দু*র্ঘটনায় কলেজছাত্র নি*হত | বিবিধ নিউজ

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আলিফ (১৮) নামের এক কলেজ কলেজছাত্র নিহত হয়েছেন।

#কলেজ #শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আলিফ (১৮) নামের এক কলেজ কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলিফ মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকার খালেকের ছেলে।

এ বিষয়ে বেলপুকুর থানার ডিউটি অফিসার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) আলমগীর হোসেন বলেন, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

#কলেজ #শিক্ষার্থী