বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে মেডিক্যালের কর্মচারীরা | মেডিক্যাল নিউজ

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে মেডিক্যালের কর্মচারীরা

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতিতে নেমে মেডিকেল ভবনের ফটকে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করে তারা।

#মেডিক্যাল

বকেয়া বেতন পরিশোধের একদফা দাবিতে কর্মবিরতি দিয়ে আন্দোলনে নেমেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীবৃন্দরা।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতিতে নেমে মেডিকেল ভবনের ফটকে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান করে তারা। পরে বিক্ষোভ মিছিল করেন ১৫৩জন আউটসোর্সিং কর্মচারীরা।

আন্দোলনের এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচালককে গেইটে আটকে দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

পরে ড্যাপ সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজ অধ্যক্ষের মধ্যস্থতায় আগামী ৩ দিনের মধ্যে ঊর্ধতনদের সাথে আলোচনা করে আউটসোর্সিং কর্মচারীদের দাবি পূরণের আশ্বাস দেন হাসপাতাল পরিচালক। পরে কর্মচারীরা নিজ নিজ কাজে ফিরে যান।

কর্মচারীরা বলছেন, কুমিল্লা মেডিকেলে চতুর্থশ্রেনীর আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘ ৬, থেকে ৭/৮ মাস যাবত বেতনভাতা পাচ্ছেন না। তাদের দাবি চাকুরির নিশ্চয়তাসহ নিয়মিত বেতনভাতা প্রদান করা।

এদিকে হাসপাতালের পরিচালককে গেইটে আটকের সময় দায়িত্বরত আনসারের সদস্যদের সাথে কয়েকজন কর্মচারী ধাক্কাধাক্কি হয়। এসময় ২আউটসোসিং কর্মচারী আহত হন। তারা কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#মেডিক্যাল