মাদক সেবনরত অবস্থায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুইজন শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থী। অপরজন কসবার বাসিন্দা। পরবর্তীতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীমের হেফাজতে এবং আরেকজনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীম বলেন, বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলে কথা বলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স। এই বিষয়ে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, আমরা মাদক মুক্ত ক্যাম্পাস চাই। এরজন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার নিবো। ইনশাআল্লাহ আমাদের থেকে কাজ অব্যাহত থাকবে।