কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়লো | ভর্তি নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়লো

২৮ ফেব্রুয়ারি দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকী বন্ধের দিনও) আবেদন এবং ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পেমেন্ট করা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি আবেদন ও পেমেন্টের সময় বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকী বন্ধের দিনও) আবেদন এবং ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পেমেন্ট করা যাবে। এরপর ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট ও বিকেল ৩টায় ‘এ’ ইউনিট এবং ২৫ এপ্রিল বিকেল ৪টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট: www.cou.ac.bd অফিসিয়াল ফেসবুক: https://www.facebook.com/comillauniversityofficial