বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে শিক্ষক সংকটে নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকাল থেকে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। যার ফলে বন্ধ রয়েছে কলেজের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে ৩৩৪টি শিক্ষকের মঞ্জুরি করা পদ রয়েছে। যার মধ্যে বর্তমানে শিক্ষক আছে মাত্র ১৬১টি পদে। অর্ধেকের বেশি অর্থাৎ ১৭৩টি শিক্ষকের পদ শুন্য রয়েছে।
শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট এ শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
এ অবস্থায় অনতিবিলম্বে মেডিক্যাল কলেজের সব ডিপার্টমেন্ট এ শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করা না হলে তাদের আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা। এদিকে কলেজে শাটডাউন থাকায় হাসপাতালে চিকিৎসায় কোনো ব্যাঘাত ঘটছে না। তবে মাইক্রোবায়োলজি পরীক্ষা- নিরীক্ষায় কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে।
শিক্ষক সংকটের কথা শিকার করে কলেজের অধ্যক্ষ ডা. ফায়জুল বাশার বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। শিক্ষক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।