ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দাওয়াহ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রামাদান শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ প্রাঙ্গণে এ সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়।
সিম্পোজিয়ামে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ড. ইয়াসীর ক্বাদী। তিনি দুটি অধিবেশন পরিচালনা করেন।
প্রথম অধিবেশনে আলোচিত হয় ‘প্রফেটিক উইজডম ইন কারেন্ট ওয়ার্ল্ড’ এবং দ্বিতীয় অধীনে চলে দর্শকশ্রোতার প্রশ্নোত্তর ও প্রোডাক্টিভ রমাদান।
অধিবেশনের পাশাপাশি ২০২৪ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ হামলা চালায়। সেই হামলার ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
ডকুমেন্টারি প্রদর্শন শেষে হামলায় আহত শিক্ষার্থীদের শাইখ ড. ইয়াসীর ক্বাদীর মাধ্যমে উত্তরীয় পরিয়ে সম্মাননা দেয়া হয়।
দর্শক সারিতে ঢাকার ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি।
এছাড়াও অতিথি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্যরাসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।