আগামী নির্বাচনের সময় মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদের রাখা হবে , সতর্কতার সঙ্গে তাঁদের তালিকা করছে সরকার । ভোটের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকেরা ( ডিসি ) । আর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন পুলিশ সুপার ( এসপি ) । এই দুই পদে নতুন কর্মকর্তাদের পদায়নের প্রক্রিয়া চলছে । ভোটের কয়েক মাস বাকি থাকতেই পুরো মাঠ প্রশাসন গুছিয়ে আনার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সরকার ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী , ডিসি নিয়োগের জন্য গত ৮ সেপ্টেম্বর ১০৮ জনের ফিট লিস্ট তৈরি করে অন্তর্বর্তী সরকার । ওই তালিকা থেকে ৬১ জনকে ডিসি পদে পদায়ন করা হয় । ফিট লিস্টের অন্যদের ডিসি পদে পদায়ন না করে গত ১১ জানুয়ারি থেকে নতুন ফিট লিস্ট তৈরির কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । এ জন্য ছয় ধাপে বিসিএস ২৫ ও ২৭ তম ব্যাচের ২৬৯ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় ।
বর্তমানে ২৪ তম ব্যাচের ২৬ জন , ২৫ তম ব্যাচের ২৫ জন এবং ২৭ তম ব্যাচের ১৩ কর্মকর্তা ডিসির দায়িত্বে আছেন । ২৪ তম ব্যাচের ২৬ জনের মধ্যে ২১ জন সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন । তাঁদের শিগগিরই ডিসির দায়িত্ব থেকে তুলে এনে সেখানে নতুনদের পদায়ন করা হবে জানা গেছে । উল্লেখ্য , প্ৰশাসন ক্যাডারের উপসচিব বা সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগ দেওয়া হয় । ডিসির দায়িত্বে থাকা কেউ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলে তাঁকে আর ওই দায়িত্বে রাখা হয় না ।
জন প্রশাসন সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানায় , ডিসি পদে নিয়োগের জন্য নতুন করে ২৮ তম ব্যাচের ১৫৮ জন কর্মকর্তাকে বিবেচনায় নেওয়া হবে । যদিও এই ব্যাচ থেকে এখনো ডিসি পদে পদায়নের জন্য ফিট লিস্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়নি । এদিকে বর্তমানে ২৪ , ২৫ ও ২৭ তম ব্যাচের কর্মকর্তারা এসপির দায়িত্বে আছেন । নির্বাচনের আগে ২৮ তম ব্যাচের কিছু কর্মকর্তাকে এসপি পদে পদায়ন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে । অর্থাৎ ভোটের সময় ২৫ , ২৭ ও ২৮ তম ব্যাচের কর্মকর্তারা আইন- শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বে থাকবেন ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন , ২১ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রশাসন সাজানো শুরু করবে সরকার । এ জন্য খুব সতর্কতার সঙ্গে কর্মকর্তাদের বাছাই করা হচ্ছে । সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ পাওয়াদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার চিন্তা রয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন , অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কর্মকর্তাদের নিয়োগ ও বদলি নিয়ে জটিলতায় পড়ে । সমালোচনার মুখে কয়েকটি নিয়োগ বাতিল করা হয় । কিন্তু এখন সতর্কতার সঙ্গে কর্মকর্তাদের বাছাই করা হচ্ছে ।