ঢাবি এলাকায় গাছে ঝুলন্ত ম*রদেহ | বিশ্ববিদ্যালয় নিউজ

ঢাবি এলাকায় গাছে ঝুলন্ত ম*রদেহ

মরদেহের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। সকাল ৯ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন। মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ফাঁস নেয়া অবস্থায় অজ্ঞাতপরিচয় একটি মরদেহ ঝুলতে দেখা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি জনসাধারণের নজরে আসে।

ঘটনাস্থলে উপস্থিত উৎসুক জনতা ও রিকশা চালকরা জানায়, সকাল ৭ টার দিকে গাছে কিছু একটা ঝুলতে দেখা যায়। কুয়াশার কারণে স্পষ্ট বোঝা যায়নি শুরুতেই। পরবর্তীতে বোঝা যায় ওটা একজন ব্যক্তির মরদেহ। উপস্থিত জনসাধারণের ধারণা কেউ অজ্ঞত ব্যক্তিটিকে মেরে ঝুলিয়ে রেখেছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে শনাক্ত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরদেহের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। সকাল ৯ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামিয়ে আনেন। মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয়