জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পদত্যাগে বাধ্য হওয়া প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
জানা গেছে, বাধ্য হয়ে পদত্যাগের পর আব্দুল খালেক অনেকদিন ধরে হতাশা ও দুশ্চিন্তায় ভুগছিলেন।
উল্লেখ্য, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় থেকে কতিপয় সুবিধাবাদী শিক্ষকের যোগসাজশে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
আব্দুল খালেকের স্বজনেরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাভোগী দুষ্কৃতকারী দুর্বৃত্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।