চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছেন।
ঘটনাস্থলে সাতজন এবং হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান বলে জানা গেছে। এর মধ্যে তিনজন পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ভয়াবহ দুটি দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন- সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৭
জানা যায়, বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাতজন মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, যাত্রীবাহী রিল্যাক্স পরিবহনের বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে হার্ড ব্রেক করলে বাসের সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি সড়কের ওপর আড়াআড়ি হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।