আগামী ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে চলিত বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রুটিন অনুযায়ী আগামী ২০ এপ্রিল এসএসসির গণিত (আবশ্যিক) পরীক্ষা হওয়ার কথা। কিন্তু ওই দিন ইস্টার সানডে, যেটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্বণ। তাই তারা ২০ এপ্রিলের গণিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। আজ ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের-এর কাছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী সচিব জ্যোতি এফ গমেজ একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে ইস্টার সানডের দিনে এসএসসি পরীক্ষা রাখায় অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন। রুটিন পেয়ে খ্রিস্টান এসএসসি পরীক্ষার্থীরা বিচলিত হয়ে পড়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
‘অতি সত্বর ২০ এপ্রিলের গণিত পরীক্ষা অন্যকোনো সুবিধাজনক তারিখে পুনর্বিবেচনা করার অনুরোধ করছি,’ যোগ করেন জ্যোতি এফ. গমেজ।
ক্যাথলিক শিক্ষাবোর্ডের অধীনে সারাদেশে ৬০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া অন্যান্য খ্রিস্টমন্ডলীরও আরো ৫০টির বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
চিঠিতে আরো বলা হয়, গত নভেম্বরে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে ইস্টার সানডেকে সরকারি ছুটির দাবি করেছিলেন।