বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি | সমিতি সংবাদ নিউজ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

শিক্ষকরা বলেন, সর্বশেষ গত ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশ হতে আগত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে লংমার্চ পালন করতে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পাঁচজন শিক্ষক প্রতিনিধি প্রধান উপদেষ্টার এপিএস সাহেবের সঙ্গে সাক্ষাৎকালে স্মারকলিপি গ্রহণ করেন।

#প্রাথমিক বিদ্যালয় #স্কুল #জাতীয়করণ #সরকারিকরণ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারীরা। তারা বলেন, বৈষম্যের শিকার যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

শিক্ষকরা বলেন, সর্বশেষ গত ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশ হতে আগত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে লংমার্চ পালন করতে প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির পাঁচজন শিক্ষক প্রতিনিধি প্রধান উপদেষ্টার এপিএস সাহেবের সঙ্গে সাক্ষাৎকালে স্মারকলিপি গ্রহণ করেন। সাত কর্মদিবস পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

মন্ত্রণালয় এই চিঠি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করতে অনুমতিও চান।

#প্রাথমিক বিদ্যালয় #স্কুল #জাতীয়করণ #সরকারিকরণ